যার পরামর্শে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিলেন সাকিব

নিদহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ দল। সেই ম্যাচের আগে দলের হয়ে অনেকটা চমক হয়ে আসেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে একজনের পরামর্শেই সেইদিন বাংলাদেশে এসেছিলেন সাকিব।

এই ব্যাপারে বিসিবি বস পাপন বলেন ,’আমি ১৪ তারিখে সাকিবকে ফোন করে বলেছিলাম, তুমি শ্রীলঙ্কা আসো। সে হাতে ব্যাথা পেয়েছিল। ইনজুরি ছিল। ডাক্তাররা তাকে বলেছিল বিশ্রাম নিতে। আমি জিজ্ঞেস করেছিলাম, তার হাতে কি ব্যাথা আছে? সে বলেছিল নেই। আমি বলেছিলাম তবে তুমি চলে আসো।’

এই ব্যাপারে পাপন আরো বলেন ,’সাকিব বলেছিলো ১৭ তারিখ আসবো ফাইনাল খেলবো। আমি বলেছিলাম ১৬ তারিখ যদি না জিতি তবে ফাইনাল খেলবো কিভাবে? তুমি কালকেই চলে আসো। সাকিব এক ফোনেই কলম্বোতে গিয়ে উপস্থিত হয়েছিল। এবং আমরা সেই ম্যাচে জিতেছিলাম। দারুণ সুন্দর ব্যাটিং করেছিল আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ।’