যার সঠিক পরামর্শে বদলে গেলেন লিটন দাস!

শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে হার দিয়েই টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফিরেছে বাংলাদেশ। আর সেই ম্যাচটিতে দারুণ ভূমিকা রেখেছেন তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামে লিটন কুমার দাস। ১৯ বলে ৫ ছয়ে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন।

সাধারণত তামিমের সঙ্গে ওপেনিং করতে নামে আরেক ওপেনার সৌম্য সরকার। কিন্তু গতকালের ম্যাচে সৌম্যকে বসিয়ে তামিমের সঙ্গে ওপেন করতে পাঠানো হয় লিটন কুমার দাসকে। লিটনকে ওপেনিংয়ে পাঠানোর পিছনে দারুণ এক গেম প্ল্যান ছিল টিম ম্যানেজমেন্টের। আর এই সিদ্ধান্তটি নেওয়া হয় ম্যাচের আগের দিন। লিটনকে ওপেনিংয়ে নামানোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘ওদের বলেছিলাম, জয়-পরাজয় ব্যাপার নয়, তবে প্রতিটি খেলোয়াড়কে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে বোঝাতে হবে আমরা জিততে চাই। হঠাৎ খালেদ মাহমুদ (দলের ম্যানেজার) প্রস্তাব দেয় লিটন দাসকে ওপেনিংয়ে পাঠানো হোক। শ্রীলঙ্কা হয়তো পরিকল্পনা করেছিল তামিম-সৌম্যকে নিয়ে।’