যে কারণে আইপিএলের লোভনীয় অফার ফিরিয়ে দিলেন কুশল পেরেরা!

বল ট্যাম্পারিং কান্ডে এরই মধ্যে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অন্যদিকে ৯ মাসের জন্য নিষেধাজ্ঞায় রয়েছেন ক্যামেরুন ব্যানক্রফ্ট।

একই সঙ্গে এই অপরাধের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও নিষিদ্ধ হয়েছেন স্মিথ-ওয়ার্নার। স্মিথের পরিবর্তে রাজস্থানের অধিনায়ক করা হয়েছে রাহানেকে এবং ওয়ার্নারের পরিবর্তে হায়দ্রাবাদের অধিনায়ক হলেন কেন উইলিয়ামসন। অন্যদিকে প্রথমত ওয়ার্নারের জায়গায় লঙ্কান বাঁহাতি ওপেনার কুশল পেরেরাকে ভেড়াতে চেয়েছিল দলটি।

কিন্তু আইপিএলের লোভনীয় এই অফার প্রত্যাখ্যান করে দেন। মূলত টেস্ট দল জায়গা পেতেই আইপিএলকে না করে দিয়েছেন তিনি। শ্রীলঙ্কায় চলতি প্রথম শ্রেণির ক্রিকেট লিগে খেলে দলে জায়গা পেতে চান তিনি। বলতে গেলে দলের জন্যই এমনটি করেছেন তিনি।

এ প্রসঙ্গে ভারতের গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলে, ‘কুশল পেরেরা আইপিএলের অফার ফিরিয়ে দিয়েছেন। তার মনোযোগ প্রথম শ্রেণির ক্রিকেটে। টেস্ট দলে ডাক পেতে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে চান পেরেরা।’