যে কারণে কার্তিকের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন!

শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠে বাংলাদেশ। ফাইনালে ভারতের মুখোমুখি টাইগাররা স্বপ্নপূরণের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে তারা। শেষ বলে ছয় মেরে ভারতকে জয় এনে দেয় দিনেশ কার্তিক। যার ফলে পঞ্চমবারের মতো কোন বৈশ্বয়িক টুর্নামেন্টের কাছে গিয়েও ‘স্বপ্নভঙ্গ’ হল বাংলাদেশের। এতেই জয় পেয়ে যায় ভারত।

আর ভারতের এমন জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন শচিন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি, এমনকি বিজেপি সভাপতি অমিত শাহও। সেই তালিকায় ছিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনও। তিনি টুইট করে লেখেন, ‘কী দুরন্ত ম্যাচটাই না হল। বাংলাদেশ আমাদের প্রায় কোণঠাসা করে ফেলেছিল। কার্তিক, অসাধারণ খেলেছে। দুর্ধর্ষ ব্যাটিং। শেষ দু’ওভারে ২৪ রান দরকার ছিল জিততে। শেষ বলে পাঁচ রান। আর ও সেই বলে কি না ছক্কা মেরে দিল। অসাধারণ, অভিনন্দন।’

কিন্তু শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ৩৪ রানের। তিনি ভুল করে লিখেছেন ২৪। আর তাই ভুল বুঝতে পেরে কার্তিকের কাছে ক্ষমা চেয়ে তিনি আবারও লেখেন, ‘আসলে ওটা ২ ওভারে ২৪ নয়, প্রয়োজন ছিল ৩৪ রানের। কার্তিকের কাছে ক্ষমাপ্রার্থী।’