যে কারনে আগামীকালকে মাঠে নাও গড়াতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

নিধাস ট্রফির ৩য় ম্যাচ আর নিজেদের ২য় ম্যাচে আগামী কাল মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য আগামীকালকের ম্যাচটা বেশ গূ্রত্বপূর্নেই বটে। তবে আগামীকালকের ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি।

লম্বোতে সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। যদি বৃষ্টি হয় তবে তা বাংলাদেশ দলের জন্য বড় চিন্তার। কারণ ভারত এবং স্বাগতিক শ্রীলংকা এরইমধ্যে একটি করে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে গেছে। বাংলাদেশের সামনে সেখানে শ্রীলংকার বিপক্ষের ম্যাচটা ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। তাও যদি বৃষ্টিতে ভেসে যায়!

তবে ম্যাচ বাতিল হতে পারে এমন ইঙ্গিত অবশ্য আবহাওয়া দেয়নি। কারণ দেশটির আবহাওয়া অধিদপ্তরের মতে, যদি বৃষ্টি হয় তবে তা সন্ধ্যার পরপরই থেমে যেতে পারে। তারপরে আবহাওয়া স্বাভাবিকই থাকবে।