যে কারনে বাংলাদেশকে পেয়েই বেশি চিন্তায় ভারত

নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভারত। আজ ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। আর এই ফাইনালে বাংলাদেশকে পেয়েই যেন বেশি চিন্তায় পড়ে গিয়েছে ভারত। কিন্তু কেমন এমন চিন্তা?

একটা সময় ছিল যখন ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্য রকম উত্তেজনা হত। কিন্তু এখন সেটা পাল্টেছে। ভারত-পাকিস্তান ম্যাচে এখনো উত্তেজনা ছড়ায় তবে সেটা মাঝেমধ্যে। কারন, তারা এখন মুখোমুখিই হয় আইসিসির কোন ট্রুনামেন্টে যদি সূচিতে পড়ে যায়।

এদিকে পাকিস্তান বাদ হওয়া, অন্যদিকে এশিয়ার নতুন শক্তি হিসেবে বাংলাদশের উথ্থান। আর বাংলাদেশের এই উথ্থানের কারনেই এখন এশিয়ায় ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে আবির্ভাব হয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে এশিয়ায় ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতা করছে এই বাংলাদেশ।

তাই নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ উঠায় বেশি চিন্তিত বাংলাদেশ। কারন, ক্রিকেট পাগল দুই দেশের মধ্যকার লড়াই এখন উত্তাপ ছড়ায় বহুগুনে। আর বাংলাদেশের কাছে হারলে ভারতের জবাবদিহিটাও থাকে এখন বেশি যেমনটা থাকে পাকিস্তানের বিপক্ষে।

তাইতো দিনেশ কার্তিক বলেন, বাংলাদেশের বিপক্ষে হারাই যাবে না।