যে চার বাধা বাংলাদেশকে পেরোতে হবে

গত শুক্রবারের শ্বাসরুদ্ধকর ম্যাচে মাহমুদুল্লাহর হাত ধরেই বাংলাদেশের জয় আসে । দীর্ঘ দুই বছর পর আবার কোন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ । সেই ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালের পরাজয়ের ক্ষত এখনো শুকাইনি। যদিও সেই ফাইনালের অধিনায়ক মাশরাফি এবার টাইগার দের হাতেই ম্যাচের ট্রফি দেখছেন। এই নড়াইল এক্সপ্রেস মনে করেন শিরোপা জয়ের সূবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের। কিভাবে সম্ভব সেটা তিনি বাতলে দিয়েছেন, মাসরাফি বলেন, পুরো ভারতীয় টিমের চারজনের ওপর থাকতে হবে মূল ফোকাস। তাহলেই হাতে উঠবে স্বপ্নের ট্রফি। রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান কে আমার যদি তাড়াতাড়ি নিতে পারি তাহলে ম্যাচটা আমাদের হাতে থাকবে আর একই সাথে চাহাল ও ওয়াশিংটনকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারলেই হবে।

মাশরাফির মতে, নিদাহাস ট্রফির দুই জয় বাংলাদেশের টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ইতিহাসের সেরা দুই জয় । এক দিনের জয়ের নায়ক মাহমুদুল্লাহ আর অগের দিনের মুসফিকুর রহিম। তবে এ কথা সত্য যে এখনো বাংলাদেশ ভারতকে টি২০ তে হারাতে পারেনি। তবে আজ পারবে মাসরাফি আশাবাদ ব্যাক্ত করেন। সাত টি-টোয়েন্টির সাতটিই হেরেছে । নিদাহাস ট্রফির প্রাথমিক পর্বে ভারতের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে বাজেভাবে । আজ ফাইনালের মঞ্চে ঘুরে দাঁড়াতে পারলে শ্রেষ্ঠত্বের মুকুটও জিততে পারবে বাংলাদেশ। পুরো বাংলাদেশের সমর্থন সাকিব-মাহমুদুল্লাহদের জন্য।