যে ছয়টি শব্দ বাঁচিয়ে দিল অস্ট্রেলিয়ান কোচ লেহম্যানকে!

বল ট্যাম্পারিং কান্ডে এরই মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে অষ্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এমন কাণ্ড করে বসে অস্ট্রেলিয়া। যার ফলে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অন্যদিকে ৯ মাসের জন্য নিষেধাজ্ঞায় রয়েছেন ক্যামেরুন ব্যানক্রফ্ট।

একই সঙ্গে এই অপরাধের কারণে ফেঁসে যাচ্ছিলেন অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যান। কিন্তু বেঁচে গেলেন তিনি। এই অপরাধে যুক্ত ছিলেন না তিনি। আর তাকে বাঁচিয়ে দিল ছয়টি শব্দ। আর তা হল- “What the f*** is going on?” যা কিনা বাংলায়, ‘কি হচ্ছে এখানে’। বল ট্যাম্পারিং ঘটনার পর দ্বাদশ ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্বকে ওয়াকি টকিতে এমনটি বলেন তিনি।

আর এমনটি নিশ্চিত করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। তিনি জানান, ঐ ঘটনায় কোনো কোনো অপরাধ পাওয়া যায়নি লেহম্যানের। তিনি বলেন, ‘টিভি ফুটেজে দেখা যায় টেম্পারিং ঘটনার পর লেহম্যান ওয়াকি টকিতে হ্যান্ডসকম্বের সঙ্গে কথা বলছে। সে সময় লেহম্যান বলেছিলেন, ‘জানার চেষ্টা কর সেখানে কি হচ্ছে।’