যে বিষয়টিতে সৌম্যের সাথে একমত হলেন না কোচ

আর কিছুদিন পরেই শুরু হবে নিদহাস ট্রফি। সেই ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ভারত। আর সেই ট্রফিতে বাংলাদেশ দলকে সেরা মনে করেছিলেন ওপেনার সৌম্য সরকার। নিজেদের প্রস্তুতি সম্পর্কে সৌম্য বলেন ,’ ‘আমরা যদি আমাদের পরিকল্পনা অনুসারে খেলি, তাহলে ফলাফল আমাদের পক্ষেই আসবে। তার আগেই যদি আমরা নিজেদের পিছিয়ে রাখি, তাহলে আগেই হেরে যাবো।’

তবে সৌম্যয়ের মতামতের সাথে একমত নন কোচ। দলের দায়িত্বে থাকা কোচ ওয়ালশ বলেন ,’‘আমি মনে করি বাংলাদেশের খুব ভালো সুযোগ আছে। দুটি মানসম্পন্ন দলের বিপক্ষে আমরা যদিও আন্ডারডগ হিসেবেই খেলবো। আমরা যদি যথেষ্ট ধারাবাহিকতা দেখাতে পারি, তাহলে ফাইনালে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। আমরা একটা একটা করে ম্যাচ নিয়ে চিন্তা করে এগোবো।’

উল্লেখ্য যে, নিদহাস ট্রফিতে বাংলাদেশ দল পাচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। এই ট্রফিতে সাকিবের পরিবর্তে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। আগামী ৮ই মার্চ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার নিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।