যে শাস্তিতে পড়তে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বরাবরেই ক্রিকেটবিশ্বে পরিচিত তাদের আলোচিত সেই স্লেজিং নিয়ে। আর এবার স্লেজিং ছাড়াও অস্টড়েলিয়া দল আরো একটা কান্ড ঘটিয়ে হয়েছে সমালোচিত আর সেটি হচ্ছে বল টেম্পারিং।

আইসিসির ৪২তম অনুচ্ছেদের আইনে বলা হয়েছে বল টেম্পারিং অথবা বল আকৃত পরিবর্তন করার জন্য অভিযুক্ত দলের অধিনায়ককে সর্বনিম্ন ১ ম্যাচ নিষিদ্ধ এবং ম্যাচ ফির ১০০ ভাগ জরিমানা করা যেতে পারে।

উল্লেখ্য যে ,অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে ৩য় টেস্টের ৩য় দিনে ক্যামেরন বানক্রফট এর বল টেম্পারিংয়ের এর ভিডিও টিভি চ্যানেলে ধরা পড়ে।বানক্রফট এর টেম্পারিং ক্যামেরা তে দেখা যাওয়ায় ওজি কোচ লেহমান সাথে সাথে হ্যান্ডসকম্বকে কে বদলি হিসাবে মাঠে পাঠান।