রশিদ-জাদরানের বোলিং তাণ্ডবে অল্পেই অলআউট আরব আমিরাত!

২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স নিশ্চিত করে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সোমবার হারারেতে বাছাইয়ের সুপার সিক্সে জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরই ফলে বিশ্বকাপের পথ অনেকটা সুপ্রসন্ন করল ওয়েস্ট ইন্ডিজ।

তবে বিপদে রয়েছে আরেক শক্তিশালী দল আফগানিস্তান। বিশ্বকাপের লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখতে আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাতের অধিনায়ক রোহান মোস্তাফা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দলটি। বিশ্বের নাম্বার ওয়ান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে বেশ ঝামেলায় পড়ে দলটি।

তবে শুরুতেই আরব আমিরাত শিবিরে আঘাত হানে জাদরান। তবে দলের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট তুলে নেন স্পিনার রশিদ খান। মুলত রশিদ-জাদরানের বোলিং তাণ্ডবে মাত্র ১৭৭ রানেই অলআউট হয়ে যায় আরব আমিরাত। যার ফলে জয়ের জন্য রশিদদের প্রয়োজন ১৭৮ রানের। ম্যাচটিতে ৯ ওভার বোলিং করে ৪১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন রশিদ খান।