রাবাদাকে নিষিদ্ধ করায় এবার আইসিসিকে ধুয়ে দিলেন ডু প্লেসিস!

কাগিসো রাবাদার বোলিং তাণ্ডবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এরই ফলে চার ম্যাচ টেস্টে সিরিজে ১-১ এ সমতায় ফিরল তারা। কিন্তু আগ্রাসী আচরণের জন্য এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানের সাথে শারীরিক সংঘর্ষে যাওয়ার প্রবনতার কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই তরুণ ফাস্ট বোলার। আর তাই সিরিজের বাকি দুই টেস্ট খেলা হচ্ছে না তার।

তবে আইসিসির এই শাস্তি কোনোমতেই মেনে নিতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আইসিসির এমন সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চোখে, কেজি (কাগিসো রাবাদা) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাস্ট বোলার, এভাবেই খেলে। সে কঠোর পরিশ্রম করে। সে দৌড়ে ভেতরে ঢোকে এবং লম্বা সময় ধরে জোরে বল করে। তাই যখন সে বড় উইকেট পায় তখন এটাই তার উল্লাসের ধরন। এটাই এনার্জি, এটাই প্যাশন। আমার মতে, এটা খাঁটি প্যাশন।’

তিনি আরো বলেন, ‘কেজি ১৫ ওভার ধরে ছুটে কাউকে হয়তো আউট করার চেষ্টা করছে। এরপর যখন আউট করল তখন এই প্যাশন তো সে দেখাতেই পারে। নইলে সে তো বোলিং মেশিন হয়ে গেল আর ব্যাটসম্যান হয়ে গেল রোবট।’