রাবাদার বোলিং তাণ্ডবে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা!

দক্ষিণ আফ্রিকার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি এরই মধ্যে শেষ করেছে অস্ট্রেলিয়া। ডারবানের কিংসমিডে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে হারায় অস্ট্রেলিয়া। কিন্তু পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে ১-১ সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।

কাগিসো রাবাদার আগুনে পুড়ে ছাই হলো অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। আর সেই রানের জবাবে ব্যাট করতে নেমে ২২.৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ১১ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড় হয়েছেন তরুণ ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

১০১ রানের তাড়া করতে নেমে ৫ রানেই ফেরেন এলগার। এরপর মার্করাম ২১, আমলা ২৭ ও ভি ভিলিয়ার্স ২৮ রানে ফেরেন। তবে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ২ ও ডি ব্রুইন ১৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ে পোঁছে দেন। এরই ফলে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৪৩ (৭১.৩ ওভার) (ব্যানক্রফট ৩৮, ওয়ার্নার ৬৩, খাজা ৪, স্মিথ ২৫, শন মার্শ ২৪, পেইন ৩৬, মিচেল মার্শ ৪, কামিন্স ০, স্টার্ক ৮, লায়ন ১৭, হ্যাজলউড ১০*; ফিল্যান্ডার ২/২৫, রাবাদা ৫/৯৬, এনগিদি ৩/৫১, মহারাজ ০/৫১, এলগার ০/৬)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৮২ (১১৮.৪) (এলগার ৫৭, মারকরাম ১১, রাবাদা ২৯, আমলা ৫৬, ডি ভিলিয়ার্স ১২৬*, ডু প্লেসি ৯, ডি ব্রুইন ১, ডি কক ৯, ফিল্যান্ডার ৩৬, মহারাজ ৩০, এনগিদি ৫; স্টার্ক ১১০/১, হ্যাজলউড ২/৯৮, কামিন্স ৩/৭৯, লায়ন ১/৫৮, মার্শ ২/২৬)।

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৩৯ (৭৯ ওভার) (ব্যানক্রফট ২৪, ওয়ার্নার ১৩, খাজা ৭৫, স্মিথ ১১, শন মার্শ ১, মিচেল ৪৫, পেইন ২৮*, কামিন্স ৫, স্টার্ক ১, লায়ন ৫, হ্যাজলউড ১৭; ফিল্যান্ডার ০/৫৬, রাবাদা ৬/৫৪, মহারাজ ২/৯০, এনগিদি ২/২৪, মারকরাম ০/৩)।

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১০২/৪ (২২.৫ ওভার) (মারকরাম ২১, এলগার ৫, আমলা ২৭, ডি ভিলিয়ার্স ২৮, ডু প্লেসি ২*, ডি ব্রুইন ১৫; স্টার্ক ০/১৫, হ্যাজলউড ১/২৬, লায়ন ২/৪৪, কামিন্স ১/১৩)

ফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : কাগিসো রাবাদা।