রিয়ালের কাছে হেরে যা বলল খেলাফি

চ্যাম্পিয়নস লিগের শিরোপার জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে পিএসজি। কিন্তু সেটা থাকছে অধরাই। এবার আশা জাগিয়েও থেমে গেছে শেষ ষোলতেই। দুই লেগ মিলিয়ে রিয়ালের কাছে ৫-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে তারা। আর এই হারকে দু:খজনক বলে মন্তব্য করেছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাফি।

ম্যাচ শেষে পিএসজি মালিক জানান, ‘রিয়ালের কাছে হেরে বিদায়টা শুধু প্যারিসের জন্য নয়, ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের জন্যও হতাশার।’

বিদায়টা হতাশার হলেও সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে খেলাইফি বলেন, ‘আমাদেরকে শান্ত থাকতে হবে এবং কীভাবে দলের উন্নতি সম্ভব সে সম্পর্কে চিন্তা করতে হবে। আসলে চ্যাম্পিয়নস লিগ জেতা একটি ধীর প্রক্রিয়া, আপনি দ্রুত এটা করতে পারবেন না। তবে আমরা সঠিক পথেই আছি।’

এদিকে এই হারেই টালমাটাল হয়ে যেতে পারে পিএসজির কোচের আসন। আগামী মৌসুমে হয়তো তাকে দেখাও যাবেনা পিএসজির চেয়ারে। তবে তা নিয়ে এখুনি কিছু বলেনি খেলাফি। তিনি বলেন, এখনই পরিবর্তন নিয়ে কথা বলার সঠিক সময় নয়। আমাদের হাতে সময় আছে। পরিবর্তন নিয়ে পরে কথা বলা যাবে। এখন আমাদের শান্ত থাকতে হবে। খেলোয়ারদের উপর আমার পূর্ন বিশ্বাস আছে।