‘রিয়াল ফাইনাল খেলবে কিন্তু বার্সেলোনা নয়’

কোয়ার্টার ফাইনালে আবারো রিয়ালের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। এর আগেও ফাইনাল এবং সেমিফাইনালে গত তিন মৌসুমের মধ্যে দু’বার রিয়ালের কাছে হেরেছে ইতালির এই দলটি। এর আগেও আরো একবার হেরেছে দলটি। রিয়াল-জুভেন্টাসের এই ম্যাচটি নিয়ে এবার মার্কার মুখোমুখি হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় মিজাটোভিচ।

চ্যাম্পিয়ন লিগে রিয়াল ফেভারিট কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০ বছর আগে ১৯৯৮ সালে আমরা যখন জুভদের বিপক্ষে খেললাম তখন এতটা ফেবারিট আমরা ছিলাম না। জুভেন্টাসের তখন অনেকগুলো ফাইনাল খেলার অভিজ্ঞতা ছিল। আমাদের দলে সেটা হাতে গোনা দু’একজনের ছিল। তবে বর্তমান রিয়ালের এই টুর্নামেন্টের চাপ সামলানোর দারুণ অভিজ্ঞতা আছে। ‘

এছাড়াও চ্যাম্পিয়ন লিগে কোন কোন দল ফাইনাল খেলবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলবে। অবশ্যই তাদের ফাইনালে যাওয়া উচিত। এর বাইরে যে কোন এক দল ফাইনালে উঠলেই হবে। তবে রিয়াল মাদ্রিদ ফাইনালে কিংবা সেমিফাইনালে বার্সার মুখোমুখি হোক এটি আমি চাই না। বরং এর আগে বার্সেলোনাকে অন্য কোন দল হারিয়ে দিক। আমার মনে হয় বার্সেলোনাও রিয়াল মাদ্রিদ সম্পর্কে ঠিক একই রকম ভাবছে। সুতরাং আমি চাই এবারের চ্যাম্পিয়ন লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ সঙ্গে অন্য যে কোন দল। তবে বার্সেলোনা নয়।’