রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিতে চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে শেষ ষোল থেকেই বিদায় নিয়েছে চেলসি। কিন্তু একই দিনে আবার দুই রকম সংবাদ পেয়েছে দল দুটি। উয়েফা যুবলীগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে চেলসি।

প্রথমে অবশ্য লিড নিয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬ মিনিটের সময় অষ্কারের গোলে এগিয়ে যায় তারা। তবে ১৪ ও ১৯ মিনিটে লুক ম্যাককোরমিক ও ধাইসোয়ান রেডানের গোলে এগিয়ে যায় চেলসি। বিরতির আগেই রেডানের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-১ করে চেলসি।

বিরতির পর গোল শোধে মরিয়া রিয়াল শুরুতেই একটি গোল শোধ করে ব্যবধান ৩-২ করে। ব্যবধান ৩-৩ করারও সুযোগ এসেছিল রিয়ালের সামনে। তবে মিগুয়েল বেজা পেরেজের শট ক্রসবারে লাগলে তা আর হয়ে উঠেনি। উল্টো শেষ মুহুর্তে রিয়ালের জালে শেষ পেরেক ঠুকে দিয়ে ৪-২ গোলের জয় পেয়ে সেমিফাইনালে উঠে যায় চেলসি।