রোনালদোকে টপকে সবচেয়ে দ্রুততম গোলের সেঞ্চুরি করলেন মেসি

গোলের সেঞ্চুরি হতে দরকার ছিল মাত্র দুই গোল। কিন্তু প্রতিপক্ষ চেলসি বলেই অনেকে হয়তো ধরেই নিয়েছিলেন মেসির আরও অপেক্ষা করতে হবে শততম গোলের জন্য। কিন্তু অপেক্ষাকে তুড়ি মেরে চেলসির বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে সবথেকে কম ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করলেন মেসি।

মেসির যেখানে ১০০ গোল করতে লেগেছে ১২৩ ম্যাচ সেখানে রোনালদোর লেগেছিল ১৩৭ ম্যাচ। শুধু তাই নয়, ১০০ গোল করার দৌড়ে রোনালদোর থেকে ১৭৫৮ মিনিট কম খেলেছেন মেসি। রোনালদো যেখানে ১০০ গোল করতে শট করেছেন ৭৯০টি, মেসি সেখানে শট নিয়েছেন ৫২৪টি।

শত গোলের ভেতর সবথেকে বেশি ৯টি গোল করেছেন আর্সেনালের বিপক্ষে। অন্যদিকে এসি মিলান এবং সেল্টিকের বিপক্ষে করেছেন ৮ গোল। তাছাড়া এক ক্লাবের হয়েও দ্বিতীয় ফুটবলার হিসেবে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি।

প্রথম ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে ১০০ গোল করেছিলেন রোনালদো।