‘রোনালদোর মতো ফুটবলার ৫০ বছরে একবার আসে’

রোনালদোর বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের রোনালদোর বিকল্প না খোঁজায় উচিত বলে মনে করছেন রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন লিগ জেতা স্টাইকার প্রেড মিজাটোভিচ। তিনি বলেন, ‘জিনেদিন জিদানের দলে রোনালদোর যে গুরুত্ব সেটা পূরণ করা অন্য যে কোন খেলোয়াড়ের জন্য অসম্ভব।’

সেই সঙ্গে নেইমারকে রিয়াল মাদ্রিদে ভেড়ানোয় কোন সমস্যা দেখছেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নেইমারকে পছন্দ করি। ফুটবলার হিসেবে তাকে আমার ভালো লাগে। সে এমন একজন খেলোয়াড় যে দলের পক্ষে ব্যবধান গড়ে দিতে পারে। গত কয়েক বছরের মতো ব্যালন ডি’অর এবং গোল্ডেন বুটের জন্য সে লড়াই করবে। তাছাড়া দলের হয়ে শিরোপা জিততে সে দারুণ ভূমিকা রেখেছে।’

রোনালদোকে রিয়ালের জন্য অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘নেইমার রিয়ালে যোগ দিতে পারে। সে দলের প্রত্যাশা পূরণ করতে পারবে। তবে রোনালদো বিকল্প ভবিষ্যতেও খুঁজে পাবে না রিয়াল। তার মতো ফুটবলার ৫০ বছরে একবার আসে।’