২ উইকেট হারিয়েও দারুণ লড়ছে ভারত!

নিদাহাস ট্রফির ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় লাভ করে বাংলাদেশ। এরই ফলে ত্রিদেশীয় এই সিরিজের ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। আজ রবিবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় ম্যাচটি।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যার ফলে প্রথমে ব্যাট করতে নামবে বাংলাদেশ। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সাব্বিরের ৭৭ ও ৭ বলে ১ ছয় ও ২ চারে মিরাজের ১৯ রানে ভর করে ৮ উইকেটে ১৬৬ রান করে বাংলাদেশ।

১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ ভাবে শুরু করে ভারত। তবে ৭ বলে ১ ছয়ে ১০ রান করা ধাওয়ান আরিফুলকে ক্যাচ দিয়ে ফেরেন সাকিবের বলে। এরপর মাঠে নামেন রায়না। তবে রায়না অবশ্য রানের খাতা খুলতে পারেনি। মুশফিককে স্ট্যাম্পের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন রুবেলের বলে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান।