লক্ষ্য এবার প্রথম শিরোপা

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতা হয়নি বাংলাদেশের। খুব কাছে গিয়েও হতাশ হয়েই ফিরতে হয়েছিল টাইগারদের। এবার সামনে আরো একটি শিরোপার হাতছানি। প্রতিপক্ষ এবার ভারত।

শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে কেঁদেছে পুরো দেশ। নিশ্চিত জয়ের ম্যাচটিও সেদিন হারতে হয়েছিল টাইগারদের। এরপর আরো একটি ট্রুনামেন্টের ফাইনালে হেরেছিল ভারতের কাছে।

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিত জিতা ম্যাচ হেরেছিল বাংলাদেশ। মাত্র ১৪৮ রানের পুজিই সেদিন বিশাল হয়ে দাড়িয়েছিল। এক মুরালির ব্যাটিং তান্ডব সেদিন হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। এই তো এই বছরেরই জানুয়ারীতে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই আরেকটি ফাইনাল হারল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার মাটিতেই আরেকটি ফাইনালে সেই হতাশা ঘোচানোর সুযোগ।

গতরাতে আরেকটি দুর্দান্ত জয়ে নিদাহাস ট্রফিতে ফাইনালে উঠল বাংলাদেশ। এবার অবশ্যই আগের দুইবারের হারের শোধ নিয়ে শ্রীলঙ্কাকেই হারিয়ে ফাইনালে উঠেছে টাইগাররা। আর এবার টাইগারদের সামনে ভারত।

ট্রুনামেন্টে এর আগে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুটি ম্যাচেই হেরেছিল টাইগাররা। এবার তৃতীয় ম্যাচে কি পারবে ভারতকে হারিয়ে কাঙ্খিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে?