লড়াইয়ে পিছিয়ে গেলেন মেসি

সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার গোল্ডেন শু এর লড়াইয়ে এবার পিছিয়েই গেলেন বার্সালোনার আর্জেন্টাইন সুপারস্টার মেসি। এক রাতের ব্যবধানেই মেসিকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।

গতরাতে প্রিমিয়ার লিগে ৫-০ গোলের বিশাল জয় পায় লিভারপুল যার মধ্যে চারটি গোলই করেন সালাহ। এর এই চার গোল মেসির থেকে অনেকটাই এগিয়ে গেছেন এই তারকা।

সালাহর গোল এখন ২৮টি। সেখানে মেসির গোল ২৪টি। ২৪টি গোল আছে টটেনহাম তারকা হ্যারি কেইনের। তবে ইনজুড়ির কারনে হ্যারি কেইন এখন মাঠের বাইরে আছেন এবং তিনি আগামী মাসের আগে আর মাঠে ফিরতে পারছেন না বলে নিশ্চিত করেছে টটেনহাম।

এছাড়া ২১ গোল করা আর্জেন্টাইন তারকা অ্যাগুয়েরুও বাধা হতে পারছেনা আর। এরই মধ্যে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। তাই মুল লড়াইটা এবার জমে উঠল মেসি ও সালাহর মধ্যেই।

এদিকে স্পানিশ লা লিগায় আজ মাঠে নামবে মেসির বার্সালোনা। তাই আজকে সালাহর সাথে ব্যবধান কমানোর সুযোগ থাকছেই মেসির সামনে।