শামির ব্যথায় উৎকণ্ঠাতে ভুগছেন স্ত্রী হাসিন!

স্ত্রী হাসিন জাহান-কে গত তিন সপ্তাহে দুই পরিবারের উদ্যোগ, আইনজীবীর প্রচেষ্টা, স্বয়ং মোহাম্মদ শামির ফোন— কোনও কিছুতেই কাছাকাছি আনা যায়নি। সব প্রচেষ্টাকেই উড়িয়ে দিয়ে শামি পত্নী বলেছিলেন, ‘‘সমঝোতার কোনও রাস্তাই নেই। লড়াই থেকে পিছিয়ে আসব না কোনও মতেই।’’

রবিবার সকালে শামির দুর্ঘটনার খবর যেন অনেকটাই বরফ গলিয়েছে। এ দিন সন্ধ্যায় হাসিন কাটজুনগরের বাড়ি থেকেই বলে দিলেন, শামির কোনও ক্ষতি হোক আমি চাই না। ওর সঙ্গে আমার তো কোনও চরম শত্রুতা নেই। শামি যন্ত্রণায় ছটফট করলে আমি কখনও-ই ভাল থাকতে পারি না। ও দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনাই করছি আল্লাহর কাছে।

কথা বলতে-বলতে গলা বুজে আসে হাসিনের। বলেন, ‘‘গত দু’বছর ধরে শামি আমার সঙ্গে ভাল ব্যবহার করত না। আমাকে অন্ধকারে রেখে একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়েছিল। আমার লড়াই তার বিরুদ্ধেই। ব্যক্তি শামির বিরুদ্ধে নয়।’’ সঙ্গে অভিমানী গলায় জুড়ে দেন, ‘‘আলিশবা, মঞ্জু-সহ ওর সেই বান্ধবীরা আজ ওর খবর নিয়েছে কি না জানা নেই। তবে আমি কিন্তু সারা দিন বেশ উৎকণ্ঠাতেই ভুগেছি। দু’বার ফোনে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু ফোন বন্ধ ছিল। বিকেলে টিভি থেকে জানলাম, শামি আপাতত বিপন্মুক্ত। তাতে কিছুটা চিন্তা কমেছে।’’

দেহরাদূন শহর ছেড়ে জাতীয় সড়কে ওঠার মুখেই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় শামির গাড়ির।  অসমর্থিত সূত্রের খবর, গাড়িটি নাকি শামির এক বন্ধুর। ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার সময় শামি চালকের আসনে না থাকায় বড়সড় কোনও আঘাত পাননি। তবে মাথায়, কপালে ও হাতে আঘাত পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে  কপালে ন’টি সেলাই পড়ে তাঁর।