শীর্ষে মাশরাফি, ধারে কাছে নেই কেউই!

ঢাকা প্রিমিয়ার লিগে এবার আবাহনীর হয়ে মাঠে নামের বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরু থেকেই দলকে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন তিনি। বলতে গেলে আবাহনী শিরোপা জিতুক আর নাই জিতুক এবারের আসরটি স্মরণীয় হয়ে থাকবে মাশরাফির কাছে। কারণ এখন পর্যন্ত উইকেট শিকারীদের তালিকায় শীর্ষেই অবস্থান করছেন তিনি।

প্রিমিয়ার লিগে শুরু থেকে জ্বলে উঠা মাশরাফি আজ আবারো সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। আজ ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামে আবাহনী। আর সেই ম্যাচের সেরা বোলিং তারই। ১০ ওভারে ১ মেডেন দিয়ে ৪৬ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। যদিও চাঁদের সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে হেরে যায় আবাহনী।

বোলিংয়ে নিজের আসল পরিচয় বজায় রাখছেন মাশরাফি। এর আগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ‘ডাবল হ্যাটট্রিক’ করে হইচই ফেলে দিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিখে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে আছেন সবার ওপরেই অবস্থান করছেন ম্যাশ। অন্যদিকে ২৮ উইকেট নিয়ে দুইয়ে থাকা কাজী অনিকের মোহামেডান তো সুপার লিগেই উঠতে পারেনি। অন্যদিকে ২৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের আসিফ হোসেন মাশরাফিকে পিছনে ফেলতে চাইলে বাকি ৩ ম্যাচে অকল্পনীয় কিছু করতে হবে।