শুধুমাত্র একটি উপায়তে বিশ্বকাপ খেলতে পারে আফগানিস্তান

আফগানিস্তানের বিশ্বকাপ খেলাটা যেন এখন দিনকে দিন আরো কঠিন হয়ে যাচ্ছে। নিজেদের পতনটা আফগানিস্তান আরো নিশ্চিত করে হংকংয়ের সাথে হেরেই।

আর বিশ্বকাপ খেলতে হলে আফগানদের জিততে হবে পরবর্তী ম্যাচ তাও আবার বড় ব্যাবধানে। সেটা আবার নেপালের সাথেই।

বৃহস্পতিবার বুলাওয়েতে আফগানিস্তানকে আট উইকেটে ২৪১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় হংকং। কিন্তু বৃষ্টির কারণে ৪৬ ওভারে ২২৬ রানের টার্গেট পেয়েছিল আফগানরা। জবাব দিতে নেমে নয় উইকেটে ১৯৫ রান তুলতে সক্ষম হন রশিদ-নবিরা। ডি/এল পদ্ধতিতে ৩০ রানের হারে খাদের কিনারায় গিয়ে দাঁড়াল আফগানিস্তান।

ওদিকে বাছাইপর্বের অন্য ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১ রানের লক্ষ্যমাত্রায় ৪৩তম ওভারেই পৌঁছে যায় ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের মতো সহজ জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাতও। নেদারল্যান্ডসকে ১৭৬ রানে গুটিয়ে দিয়ে ছয় উইকেট হাতে রেখে জিতেছে আরব আমিরাত।