শুধুমাত্র ১টি উপন্যাসের জন্যেই হত্যার চেষ্টা করা হয় জাফর ইকবালকে

গতকালকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক এবং ইলেট্রনিক্স ডিপার্টমেন্ট আয়োজিত একটি সেমিনারে অংশ নেন শিক্ষাবিদ জাওফর ইকবাল। সেই সেমিনারেই তাকে পিছন থেকে আঘাত করে বাহিরাগত শিক্ষার্থী। তারপরেই তাকে ধরে ফেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাকে ধরে গনপিটুনি দেয় তারা। এরপরে পুলিশে দেওয়া হয় তাকে।

আজ র‍্যাবের জিজ্ঞাসাবাদে জাফর ইকবালকে আক্রমন কররার কারন জানান হামলাকারী ফয়জুর। র‌্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ভূতের বাচ্চা সোলায়মান নামক একটি উপন্যাসের কথা উল্লেখ করে ফয়জুর বলেছে, এই উপন্যাসের মাধ্যমে জাফর ইকবাল নবীকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তাই আমি হামলা করেছি।

জিজ্ঞাসাবাদে আরও কিছু জানা গেছে কি-না এমন প্রশ্নের জবাবে কর্নেল আলী হায়দার আজাদ বলেন, হামলাকারী এখন চিকিৎসাধীন। এর বাইরে আর কিছু জানা সম্ভব হয়নি। সে সুস্থ হলে আমরা এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব।