শূন্যরেখার মিয়ানমার সেনা সমাবেশ পতাকা বৈঠক ৩টায়

গত ২৭ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ তদারক করছে মিয়ানমারের সেনারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্ত এলাকায় দৃশ্য চোখে পড়ে । সীমান্তে মিয়ানমার সেনাসমাবেশ করলে শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার শূন্যরেখার পাশে নতুন করে অন্তত ৩০০ নতুন সেনাকে টহল দিতে দেখা গেছে।

সীমান্তে সেনা উপস্থিতির ফলে সৃষ্ট উত্তেজনায় আজ বেলা তিনটায় তুমব্রুর মৈত্রী সেতুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক হবে। বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আবদুল খালেক আজ সকালে সাংবাদিকদের বৈঠকের তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ট্রাক, পিকআপ ভ্যান ও লরিতে করে মহড়া দেন মিয়ানমারের সেনাসদস্যরা। আর মাইকিং করে রোহিঙ্গাদের শূন্যরেখা থেকে চলে যেতে বলা হয়।

শূন্যরেখায় অবস্থান করা রোহিঙ্গারা যাতে আশ্রয়শিবির থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, এ জন্য সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এতে শূন্যরেখায় অবস্থান করা কয়েক হাজার রোহিঙ্গার মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।