‘শ্রীলঙ্কার কাউকে আমরা কোচ হিসেবে নিচ্ছি না’

চলছে নিদহাস ট্রফি। সেই ট্রফিতে বাংলাদেশ দল খলেওছে অনেকটাই কোচ ছাড়া। দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে।

আর এই সিরিজ পরেই দলের নতুন কোচের দায়িত্ব দেওয়া হবে অন্য কাউকে। তা আগেই সংবাদ সম্মেলনে বলেছিলেন বিসিবি বস। তবে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে না শ্রীলঙ্কান কাউকে। এই ব্যাপারে পাপন বলেন ,’“আমরা দেখেশুনে কয়েকজনকে সাক্ষাৎকারের জন্য ডেকেছি। তবে কোচ কে হচ্ছেন-তা বলা মুশকিল। শুধু একটি দেশ থেকেই কোচ নিয়োগ দেয়া হচ্ছে না। একেকজন একেক দেশের। এটুকু বলতে পারি, শ্রীলংকার কেউ থাকছে না।”

পাপন আর বলেন ,’“কোচ ছাড়া আর কোনো সিরিজ খেলবে না ছেলেরা। আসছে এপ্রিলেই উপযুক্ত ব্যক্তির কাঁধে তাদের দায়িত্বটা বুঝিয়ে দেয়া হবে। চলতি সিরিজের পরই তা চূড়ান্ত করব।