শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ফাইনালে বাংলাদেশ

মুশফিকুর রহীম সাধ্যের সবটুকু দিয়ে লড়লেন। কিন্তু ভারত-বধের স্বপ্ন পূরণ হলো না। নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হার নিয়েই মাঠ ছাড়লো বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি টাইগাররা হেরেছে ১৭ রানে।

নিদাহাস ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ভারত। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৭৭ রান। এই পাহাড়সম স্কোর তারা করতে নেমে ১৭ রানে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে রোহিতের দল। চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দলও তাঁরা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচে সমান একটি করে জয় ও দুই হার। নিট রানরেটে এগিয়ে শ্রীলঙ্কা টেবিলে দ্বিতীয়, বাংলাদেশ তৃতীয়। অর্থাৎ, শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটা অলিখিত ‘সেমিফাইনাল’। এ ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

২০ বছর আগেও নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহাম্মদ আজহারউদ্দিনের দল।