শ্রীলঙ্কা মিশনে জয় দিয়ে শুরু টাইগারদের

আজ মঙ্গলবার কয়েক ঘন্টা পর নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত। ৮ তারিখে বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে। তার আগে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট একাদশকে ৪১ রানে হারিয়েছে মুশফিক-মাহমুদউল্লাহরা।

বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে। জবাবে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন কুমার দাস করেন ৪০ রান। বল হাতে বোর্ড প্রেসিডেন্ট একাদশের ফার্নান্দো ২২ রান দিয়ে নেন ২টি উইকেট।

শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২৭ রান করেন ডিকভেলা। ২২ রান করেন পেরেরা। বল হাতে বাংলাদেশের তাসকিন আহমেদ ৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট। রুবেল হোসেন ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, নাজমুল অপু।