সাকিবের ইনজুরি নিয়ে যা বললেন বিসিবি চিকিৎসক

অনেকটা হুট করেই আজ বিসিবি থেকেই জানানো হলো আগামী কালকের ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কায় আসছেন সাকিব। কিন্তু সাকিব ফিট কিনা সেটা নিয়েও তৈরী হয়েছে বিস্ময়ের।

এই ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ জানান,’ ডক্টর হিসেবে আমরা দেখছি তার বাঁ-হাতের কনিষ্ঠা আঙুলে কোন সমস্যা আছে কি না। সে কোন ব্যথা অনুভব করে কি না, নির্বিঘ্নে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে পারে কি না। তাতে আমরা কোন সমস্যা খুঁজে পাইনি। ভেঙে বললে বলতে হয়, আলাদাভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে সাকিবের কোন সমস্যা হচ্ছে না। যেহেতু তার কোন অভিযোগ নেই, তাই আমরা মনে করছি সে খেলার মত অবস্থায় আছে। তবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সমস্যা না হওয়া আর ম্যাচ ফিটনেস কিন্তু এক কথা নয়। সাকিব নিজেই ভালো বলতে পারবেন তার ম্যাচ ফিটনেস কতটা। প্রায় পৌনে দুই মাস খেলার বাইরে থেকে হুট করে নামার মত শারীরিক সক্ষমতা তার এসেছে কি না, সেটা সাকিবই ভালো বলতে পারবে, সে নিজেকে ফিট মনে করলে অবশ্যই খেলবে।’