‘সাকিব-মুশফিকদের এখন টি-টোয়েন্টিতে সামনে এগিয়ে যাওয়ার সময়’

ক্রিকেটের দুই ফরম্যাট ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশকে এখন মোটামুটি বড় হিসেবেই গণ্য করা হয়। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান খুব ভালো নয়। আর সেই অবস্থান নিয়েই ভারত-শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে অংশগ্রহণ করে বাংলাদেশ।

অথচ শ্রীলঙ্কাকে দর্শক বানিয়ে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলে টাইগাররা। ভারতের বিপক্ষে ফাইনালে দারুণ লড়েও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। তবে বাংলাদেশের সামনে এখন এগিয়ে যাবার সময় বলেই মনে করছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যে ভাবভঙ্গি নিয়ে খেলেছি, তাতে আমি মনে করে এই ধারাটা সামনেও রাখতে পারব। আমার বিশ্বাস এখান থেকে আমরা আর পেছনে তাকাব না টি-টোয়েন্টিতে। এখন শুধু সামনে এগিয়ে যাব।’