সামনের মাসেই দলে যোগ দেবেন প্রধান কোচ : নাজমুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপ্রতি নাজমুল হাসান জানান, বাংলাদেশ দলের প্রধান কচ আগামী মাসেই দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ দলের দারুণ জয়ের পরই এই ঘোষণা আসল। বোর্ড সভাপতি বলেন, ‘আমরা এই সিরিজ পরেই প্রধান কোচ ঠিক করে ফেলব।’
গত নভেম্বরে চন্দ্রিকা হারুতুসিংহের পদত্যাগের পর থকেই বাংলাদেশের প্রধান কোচের পদটি ফাঁকা রয়েছে।বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলংকার বিপক্ষে সিরিজে দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন।কিন্তু এই সিরিজে বাংলাদেশ দলের পারফর্ম ভাল না থাকাই নিদাহাস ট্রফিতে বাংলাদেশের অন্তবর্তীকালীন কোচের দায়িত্বে আছেন বোলিং কোচ কোর্টলি ওয়ালস।

কে হচ্ছেনবাংলাদেশের প্রধান কোচে এই প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেন, যেহেতু আমরা দেশের বাইরে আছি তাই এটা এখন জানাতে চাচ্ছি না।’ তবে কোচ হওয়ার জন্য আবেদন করা তিনজনের মধ্যে দু’জনকে ডাকা হবে বলে জানান বোর্ড সভাপতি ।