সামি-কাণ্ডে এবার প্রশ্নের মুখে শাস্ত্রী!

ভারতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ সামি বিতর্কে নয়া মোড়। সামির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে বোর্ডের দুর্নীতিদমন শাখার আধিকারিকরাই এবার জিজ্ঞাসাবাদ করবে জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীকে।

জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের দাবি এমনটাই। শাস্ত্রীর পাশাপাশি প্রশ্নের মুখে পড়তে হতে পারে জাতীয় দলের অন্যান্য সদস্যদেরও।

রবিবারে নিদাহাস ট্রফির ফাইনালেই ভারত মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার দেশে ফিরেই তদন্তকারী কমিটির সামনে হাজিরা দিতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের। এমনটাই বলা হয়েছে জাতীয় প্রচারমাধ্যমে। মঙ্গলবারেই বোর্ডের কাছে রিপোর্ট জমা দেবেন দুর্নীতিদমন শাখার আধিকারিকরা।

আইপিএল-এ র গর্ভনিং কাউন্সিলের বৈঠকেও সামিকে নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছে। সেখানে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি সামির হয়ে ব্যাট ধরেছিলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সামিকে বোর্ডের চুক্তির আওতার বাইরে রাখার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন সৌরভ।

মঙ্গলবার বোর্ডের কাছে তদন্ত কমিটির রিপোর্ট আসার পরই বোঝা যাবে সামি সত্যিই ‘দোষ’ করেছিলেন কিনা! সেই রিপোর্টের উপরই অনেকটা নির্ভর করছে সামির ক্রিকেটীয় ভবিষ্যৎ।