সিপিএলে মাহমুদউল্লাহ-সাকিবের দলে রয়েছেন যে তারকারা!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। লন্ডনে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে দল পেয়েছেন টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবকে কিনে নেয় বারবাডোজ ট্রাইডেন্টস ও মাহমুদউল্লাহকে কিনে নেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

যার মানে পুরনো দলে ফিরে গেলেন সাকিব। কারণ ২০১৩ সালে আসরটিতে প্রথম বারবাডোজ ট্রাইডেন্টসে খেলেছিলেন সাকিব। এবার ১ লাখ ৩০ হাজার ডলারে তাকে কিনে নিয়েছে বারবাডোজ। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদকে কিনে নিয়েছে সেন্ট কিটস। ৭০ হাজার ডলারে তাকে কিনে নিয়েছে তারা। অন্যদিকে সিপিএলের গত আসরে সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সুযোগ পেলেও খেলতে পারেননি তিনি। তবে এবার সাকিব-মাহমুদউল্লাহ ছাড়া দল পায়নি আর কোন বাংলাদেশি খেলোয়াড়।

বার্বাডোজে সাকিবের সতীর্থ হচ্ছেন হাশিম আমলা, মার্টিন গাপটিল, ডোয়াইন স্মিথ, জেসন হোল্ডাররা। আর সেন্ট কিটসে রিয়াদ পাচ্ছেন ক্রিস গেইল, কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, বেন কাটিংয়ের মত তারকা সতীর্থদের।