সিরিয়ায় রুশবিমান বিধ্বস্ত, ৩৯ সেনার কেউ বেঁচে নেই

সিরিয়ায় রুশ সেনা বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ জন নিহত হয়েছেন। নিহত ৩৩ যাত্রী ও ছয়জন ক্রু প্রত্যেকেই সেনাসদস্য ছিলেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিরিয়ার উপকূলবর্তী নগর লাতাকিয়া প্রদেশের কাছে রাশিয়ার মাইমিম বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিমানটিকে কেউ গুলি করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রিক ত্রুটি থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। বিমানঘাঁটি থেকে ৫০০ মিটার দূরে বিমানটি মাটিতে পড়ে যায়। বিমানটিতে কেউ বেঁচে নেই বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই বিমানঘাঁটি থেকেই রুশ সেনাবাহিনী সিরিয়ায় অভিযান পরিচালনা করত। সিরিয়ার সরকারকে সেপ্টেম্বরের ২০১৫ থেকেই বিভিন্ন সহযোগিতা করে আসছে তারা।

এ ঘটনায় রাশিয়ার  তদন্ত কমিটি বলছে, আজ বুধবার একটি মামলা করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখছেন, ফ্লাইট নিরাপত্তা নীতি মেনেই এই বিমানটি উড়ছিল কি না।