সুপার সিক্স নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ

২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ৩য় ম্যাচে শক্তিশালী জয় নিশ্চিত করে গেইলরা। তবে এই ম্যাচ নিশ্চিত করতে যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি হচ্ছেন রোভম্যান পাওয়েল।

টস হেরে ব্যাট করতে দ্রুত বিদায় নেন দুই ওপেনার ক্রিস গেইল (১৪) ও লুইস (৯)। দ্রুত বিদায় নেন স্যামুয়েলস (২) ও হোপ (৭)। তবে ষষ্ঠ উইকেটে হোল্ডারকে সঙ্গে নিয়ে ১৮৬ রানের জুটি গড়েন পাওয়েল। হোল্ডার ৫৪ রান করে ফিরলেও পাওয়েল তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১০০ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১০১ রান করেন এই ক্যারিবীয় ক্রিকেটার। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ২৫৭ রানে। আয়ারল্যান্ডের মারতাগ একাই নেন ৫ উইকেট। ম্যাকব্রিন নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয় দুই পেসার কেমার রোচ ও কেসরিক উইলিয়ামসের সামনে দাঁড়াতে পারেনি আইরিশ ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আয়ারল্যান্ডকে ২০৫ রানে অলআউট হয়।

আর এই জয়ের মাধ্যমেই অপরাজিত থেকেই সুপার সিক্স নিশ্চিত করলো ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল।