সেদিন কোহলির কারনেই চাকুরি হারিয়েছিলেন নির্বাচক

বর্তমানে ক্রিকেট বিশ্বে অন্যতম আতঙ্কের নাম বিরাট কোহলি। বোলারদের মনে কাপন ধরার জন্য বিরাট কোহলি একাই যথেষ্ট। কিন্তু সেই বিরাট কোহলিকেই দলে জায়গা দেওয়ার জন্য চাকুরি হারিয়েছিলেন তখনকার ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ ভেংসরকার।

আর তাকে বাদ দেওয়ার পরেই সাথে সাথেই সেদিন কোচের দায়িত্বে দেওয়া হয় শারদ পাওয়ারকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দিলীপ ভেংসরকার;বলেছেন, ‘২০০৮ সালে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ভারতের ভেতর একজন উদীয়মান ক্রিকেটার বের করার তুমুল লড়াই ছিল। সেই বছর আমরা অনূর্ধ্ব-১৯ এর শিরোপাও জিতেছি কোহলির নেতৃত্বে। আবার ভিরাটই ছিল সে বছরের উদীয়মান সেরা ক্রিকেটার।

তবে এতকিছুর পরেও ভিরাটকেই নেতৃত্বে দেওয়া হয়েছিল অধিনায়ক হিসেবে। এর পর যা ঘটেছে তা ক্রিকেট বোদ্ধাদের অজানা নয়। দলকে বিশ্বকাপ জিতিয়ে সব সমালোচনার অবসান ঘটিয়েছিলেন কোহলি। আর বর্তমান সময়ে ভিরাটের অবস্থান কোথায় সেটা তো ক্রিকেট প্রেমীদের অজানা নয়।