সৌম্যয়ের কোন দোষ ছিলো না-রোহিত শর্মা

নিদহাস ট্রফিতে শেষ বলে হারতে হয় বাংলাদেশ দলকে। আর শেষ বলের এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারতীয় দল। তবে ম্যাচের শেষ পর্যন্ত কম্পিটিশন করে গিয়েছিলো বাংলাদেশ দল। ম্যাচের শেষে ওভারে ১২ রান দরকার ছিলো ভারতের। এই সময়েই বোলিং এ আসেন সৌম্য।

১ম ৫টি বলে ৭ রান দিলে শেষ দুইট বলে ভারতের দরকার ছিলো ৫ রানের। নাটকীয় সেই বলে ছক্কা মেরে যেতে যায় ভারত। তবে এই ম্যাচে সৌম্যয়ের মোটেও দোষ দেখছেন না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত বলেন ,’ ‘আমরা জানতাম, সৌম্য সরকার মূলত বোলার নয়। বেশিরভাগ সময় সে পার্ট টাইম বোলার হিসেবে বল করে। বড় ওভারে এটা যে কারও সঙ্গেই হতে পারে। ডেথে বল করা সহজ কাজ নয়। এমন মুহূর্তে সব সময় বোলারদের চাপ থাকে, ব্যাটসম্যানদের উপর নয়।’