স্কুলে যাওয়া আর হলোনা রোজা কুহিলি -র

রোজা আর কুহিলি মামাতো-ফুফাতো বোন। পড়ালেখা খেলাধুলা একসাথে এমন কি পরীক্ষায় কে প্রথম হবে তা নিয়েও চলতো দুজনের মাঝে
চলত তুমুল প্রতিযোগিতা। কিন্তু আর দুই বোনের এক সাথে স্কুলে যাওয়া আর হবে না।ঘতকট্রাক কেড়ে নিল তুই তরতাজা প্রাণ।

জানা যায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া কলেজের প্রভাষক ও বাগুড়ি গ্রামের আলমগীর
হোসেন মেয়ে ফতেমা ওয়াদুদ জান্নাত রোজা (১২) ও ভাগ্নি জেরিন জান্নাত কুহিলীকে (১১) মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দেওয়ার
জন্য বাড়ি থেকে রওনা হন। বাগআঁচড়া বাজারের দিকে আসতে ফাস্ট সিকিউরিটি ব্যাংকের সামনে সাতক্ষীরাগামী একটি বালুবোঝাই
ট্রাককে সাইড দেন। এ সময় একটি ইঞ্জিনচালিত ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে আলমগীর ডানপাশে এবং দুই বোন বাঁ পাশে পড়ে যায়।
এ সময় চলন্ত ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আলমগীর। স্থানীয়রা তাকে
উদ্ধার করে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন।

দুই স্কুলছাত্রী নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।