স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই দারুণ সুখবর পেল আর্জেন্টিনা!

বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে গত শুক্রবার চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা। আর মেসিবিহীন সেই ম্যাচে ২-০ তে জয় পেয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। দলের হয়ে একটি করে গোল করেন এভার বনেগা ও লাঞ্জিনি।

তবে ইনজুরির কারণে ম্যাচে দেখা যায়নি আর্জেন্টাইন প্রাণভোমরা মেসিকে। ইতালির বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও শেষ মুহূর্তে হ্যামস্ট্রিং ইনজুরির সমস্যায় খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। আজ ২৭ মার্চ স্পেনের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। আর আজকের এই ম্যাচে এই আর্জেন্টাইন তারকা খেলবেন বলেই জানিয়েছেন দলটির কোচ জর্জ সাম্পাওলি।

মেট্রোপলিটানো স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তবে ম্যাচের ঠিক আগ মুহূর্তে তাকে না খেলানোর সিদ্ধান্তও আসতে পারে। কিন্তু এ পর্যন্ত তার ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই। রোববার সে ফিটনেস পরীক্ষা দিয়েছে। আশা করছি কোন সমস্যা হবে না।’

তিনি আরো বলেন, ‘ফুটবল আসলে দিনের শেষে খেলোয়াড়দের নিয়েই আবতির্ত হয়। আমি যা বলতে চাচ্ছি মেসির মধ্যে সেই ক্ষমতা আছে। মাঠ ও মাঠের বাইরে দলের ওপর তার প্রভাবটা অনেক বেশী। কোচিং স্টাফদের থেকেও দলের উপর তার প্রভাবটা বেশ কাজে আসে। মেসিকে কিছু শিখানো অসম্ভব। আমরা যেখানে আছি সেখানে লিওকে গনণা করার কোন অবকাশ নেই। সে এমন একজন খেলোয়াড় যাকে ঘিড়ে দলের আশা সৃষ্টি হয় এবং সেই অবস্থান থেকেই সে দলের সাথে সম্পর্ক তৈরী করে।’