স্মিথকে আবেগী মেসেজ দিয়ে যা বললেন ডু প্লেসিস!

বল ট্যাম্পারিং কান্ডে এরই মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে অষ্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এমন কাণ্ড করে বসে অস্ট্রেলিয়া। যার ফলে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অন্যদিকে ৯ মাসের জন্য নিষেধাজ্ঞায় রয়েছেন ক্যামেরুন ব্যানক্রফ্ট।

তবে এর আগে এই কাণ্ডে অভিযুক্ত ছিলেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস। এর আগেও বল ট্যাম্পারিং কাণ্ডে জড়িত ছিলেন তিনি। যার ফলে শাস্তিও পেতে হয়েছে তাকে। তবে তিনি এবার অস্ট্রেলিয়ার নির্বাসিত অধিনায়ক স্টিভেন স্মিথের প্রতি সমবেদনার হাত বাড়িয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওকে টেক্সট মেসেজ করেছি। একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে করেছি। আমি ওর জন্যে ভীষণভাবে দুঃখিত। ওর কষ্টটা আমি বুঝি। এটা ওর জন্য দারুণ কঠিন সময়। সামনের দিনগুলোও এরকম থাকবে তাই আমি ওর পাশে আছি- এই বার্তা দিয়ে মেসেজ করেছি। বলেছি ও এটা কাটিয়ে উঠবে। ওকে শক্ত থাকতে হবে।’

প্রোটিয়া এই অধিনায়ক আরও বলেন, ‘এটা একটা পাগল করা সপ্তাহ, ও যে বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার প্রতি আমার সহনাভূতি রয়েছে। আমার মতে ও ভালো ছেলে কিন্তু একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছে।’