স্মিথের পক্ষে নিয়ে যা বললেন গৌতম গম্ভীর

বল টেম্পারিং ইস্যুতে বেশ ঝামেলায় পড়ে অস্ট্রেলিয়া দল। একের পর এক আলোচনা-সমালোচনায় পড়েন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্মিথ এবং সহকারী অধিনায়ক ওয়ার্নার। আর এরপরেই ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয় এই দুইজনকে। আর দেশে এসেই এই প্রথম সংবাদ সম্মলেনে আসেন স্মিথ।

সংবাদ সম্মেলনে এসে স্মিথ যেন কাঁদার জন্য কথায় বলতে পারছিলেন না। কান্না করতে করতে স্মিথ বলেন ,’‘অস্ট্রেলিয়া দলের একজন অধিনায়ক হিসেবে বিষয়টা পুরোপুরি পরিষ্কার করতে চাই। আমিই এ ঘটনার দায় পুরোপুরি নিজের ওপর নিতে চাই। বিচার-বুদ্ধিতে আমি বড় ধরনের একটি ভুল করেছি। এ কারণে পরবর্তী সবগুলো ঘটনাই আমি গ্রহণ করে নিতে চাই। এটা নেতৃত্বের ব্যর্থতা এবং অবশ্যই সেটা আমার নেতৃত্বের।’

স্মিথ আরো বলেন ,’ এই একটা ঘটনা আমাকে সারাবছর পোড়াবে। যতোদিন না পর্যন্ত আমি বেঁচে থাকি। আমার জীবনের নেওয়া সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিলো এটি।’

আজ স্টিভেন স্মিথের সংবাদ সম্মেলনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। ছবির ক্যাপশনে তিনি অধিনায়ক হিসাবে স্টিভেন স্মিথের প্রশংসা করেছেন।

ছবির ক্যাপশনে গৌতম গম্ভীর লিখেছেন, ‘হয়তো আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। কিন্তু স্মিথকে আমার কাছে প্রতারক মনে হয় না। তোমার সম্পর্কে জানি না। কিন্তু আমি একজন অধিনায়ককে দেখছি যে তার দেশের জন্য একটি টেস্ট ম্যাচ জিততে মরিয়া। হ্যাঁ, হয়তো তার পদ্ধতি সন্দেহজনক ছিল। কিন্তু আমরা যেন তাকে দুর্নীতিগ্রস্ত না বলি।’