স্মিথের ব্যাপারে যে ভবিষ্যতবাণী করলেন জন হাওয়ার্ড!

বল ট্যাম্পারিং কান্ডে এরই মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে অষ্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এমন কাণ্ড করে বসে অস্ট্রেলিয়া। যার ফলে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অন্যদিকে ৯ মাসের জন্য নিষেধাজ্ঞায় রয়েছেন ক্যামেরুন ব্যানক্রফ্ট।

আর তাদের এমন শাস্তিতে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন অনেকেই। আর এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড। তবে স্মিথ আর কখনই অধিনায়ক হতে পারবেন না বলেই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বিষয়টা দুঃখজনক হলেও এই খেলোয়াড়দের ফেরার সুযোগটাও জরুরি বলেই মনে করছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেদনাদায়ক বললে বিষয়টি ভালভাবে বোঝা যাবে। এটা খেলার জন্য দুঃখদায়ক। যে তরুণেরা প্রচণ্ড বড় ভুল করেছে তাদের জন্যও। এজন্য শাস্তি তাদের পাওনা, কিন্তু ফিরে আসার রাস্তা থাকাও জরুরি।’

অধিনায়কত্ব করার জন্য এই স্মিথ যথেষ্ট সবল নন বলেই মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘স্মিথ আর কখনই অধিনায়ক হতে পারবেন না। সে অত্যন্ত দুর্বল।’