স্মিথ এক বীরত্বের নাম, দলকে বাঁচিয়ে নিজে শাস্তি পাওয়া!

বল টেম্পারিং নিয়ে নিজে কঠিন শাস্তির মুখোমুখিতে পড়েন স্মিথ। নিষিদ্ধ হোন জাতীয় দল থেকে। আর এরপরে আইপিএল থেকেও নিষিদ্ধ হওয়ার প্রহর গুনছেন। কিন্তু দিনশেষে কি স্মিথ একাই দোষী ছিলেন?

ক্রিকেট গেমপ্ল্যান বলে একটা কথা আছে। যখন কোন দল সিদ্ধান্ত নেয় তখন ড্রেসিংরুমের সবাই একসাথে বসেই সিদ্ধান্ত নেয়। আর স্মিথদের সেই সিদ্ধান্ত ছিলো অবশ্যই রিস্কি। আর সেই সিদ্ধান্ত যে ড্রেসিংরুমের সবাই বসেই নিয়েছিলো সেটাও বলার অপেক্ষা রাখে না।

কিন্তু যখন মাঠে এই ব্যাপারটি ধরা পড়লো তাতে স্মিথ কাউকেই দোষারপ করলেন না। স্মিথ হুয়তো জানতেন যদি তার অস্ট্রেলিয়া দলের উপর দোষারপ করা হয় তাহলে হয়তো বড় চাপেই পড়বে তার দল। আইসিসি থেকে হয়তো আসবে কঠিন সিদ্ধান্ত। যেটা ডু প্লেসি বলছিলেন কিছুদিন আগে। আর সেই দোষারপের দায় নিজের মাথায় নিয়ে হয়তো স্মিথ নিজের দলকে বাঁচিয়ে বীরত্বের প্রকাশেই করলেন।