স্মিথ-ওয়ার্নারের পক্ষ নিয়ে যা বললেন সাবেক ক্রিকেটাররা

বল টেম্পারিং ইস্যুতে এখগন আলোচিত-সমালোচিত ঘোটা বিশ্ব। আর এই ঘটনার প্রেক্ষাপঠে অস্ট্রেলিয়া দল থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হোন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহকারী অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

তবে এই ব্যাপারে স্মিথ ওয়ার্নারের পক্ষেই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা। স্মিথের পক্ষ নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন ,’আমি মনে করি স্টিভ স্মিথ একজন ভাল মানুষ যে অনেক বড় ভুল করে ফেলেছে। তার শাস্তিটা বেশি কঠোর। ব্যানক্রফট, যাকে আমি চিনি না, উচ্ছন্নে গিয়েছে এবং শাস্তি প্রাপ্য তার। তারপরও এটা বেশি কঠোর… অন্যজনের বিষয়ে আমি আসলেই কেয়ার করি না।

এদিকে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে লিখেছেন, আমি আসলেই মনে করি না অন্য কোন দেশ তার অধিনায়ক ও প্রধান কোন খেলোয়াড়কে বল ট্যাম্পারিংয়ের দোষে ১২ মাস নিষিদ্ধ করবে।

১ বছর নয়, বরং ৬ মাসের জন্য নিষিদ্ধ করা উচিৎ ছিলো স্মিথদের বলে মনে করছেন সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যালান ল্যাম্ব। টুইট বার্তায় তিনি লিখেছেন, আমি অনুভব করছি নিষিদ্ধ করাটা বেশি কঠোর হয়ে গেছে এবং ৬ মাস নিষেধাজ্ঞাই যথেষ্ট ছিল।