হকিংকে শ্রদ্ধা জানিয়ে অপমানিত হলেন নেইমার

একবিংশ শতাব্দীর শ্রেষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুর পরে শোকাছন্ন হয়ে পড়ে গোটাবিশ্ব। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের অনেক নামীদামী নেতারাও। তেমনিভাবেই শ্রদ্ধা জানিয়েছেন স্পোর্টসম্যানরাও। তেমনিভাবেই শ্রদ্ধা জানিয়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। কিন্তু শ্রদ্ধা জানাতে গিয়ে উল্টো বিপদে পড়লেন নেইমার।

বুধবার হকিংয়ের মৃত্যুতে শ্রদ্ধা জানান নেইমার। এসময় হুইলচেয়ারে বসে বাথিং স্যুট পরে একটি ছবি দেন পিএসজি তারকা। তার নিচে হকিংয়ের একটি অনুপ্রেরণামূলক উক্তিও লেখেন। উল্লেখ্য, মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে ব্রিটিশ পদার্থবিদ হকিংয়ের জীবনের বেশিরভাগ সময় কেটেছে হুইলচেয়ারে বসেই।

সম্প্রতি ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর কয়েক সপ্তাহ হুইলচেয়ারে বসে কাটিয়েছেন নেইমার। হকিংকে শ্রদ্ধা জানানোর টুইটে সেই ছবি পোস্ট করার পরই ওঠে নিন্দার ঝড়।

নেইমারের টুইটের নিচে এক ফুটবল ভক্ত লেখেন, ‘কোন আক্কেল নেই, নীতি নেই, সমবেদনাও নেই। নেইমার নিঃস্ব হয়ে যাক।’

আরেক ফুতবল সমর্থক লিখেন ,’নেইমার যে আসলেই বিবেখীন মানুষ তা তার কান্ডহীন কাজের মাধ্যমেই প্রকাশ পায়। নেইমারের জন্য আমার কাছে যে শ্রদ্ধাবোধ ছিলো সেটা আজকেই উঠে গেল।’