হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি বার্সেলোনা মাদ্রিদ

আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বি এফসি বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৬ ম্যাচে ৬৫ প্যয়ন্ট সবার উপরে রয়েছে বার্সেলোনা । ঠিক সমান ম্যাচে চার পয়েন্ট কমে একধাপ নিচে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ রাতের ম্যাচেড় উপরনির্ভর করবে আসরের শিরোপার নির্ধারণ । যদি বার্সা আজ জয় পায় তবে শিরোপার পথে অনেকটাই এগিয়ে থকাবে তারা।

অপরদিকে অ্যাটলেটিকো জয় পেলে শিরোপার লড়াই পুরোদমে জমে উঠবে । এখন পর্যন্ত লা লিগায় ৪৫ ম্যাচে পুরস্পর মুখোমুখি হয়েছে এ দু’দল। এর মধ্যে বার্সার জয় পায় ২২ ম্যাচে আর অ্যাটলেটিকো জয় পায় ১৩ ম্যাচে।  আর বাকি ১০টা
ড্র হয়। এবার চলতি লীগে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে দু’দল।তবে গোটা বিশ্ব আজ তাকিয়ে থাকবে এই হাইহাইভোল্টেজ ম্যাচের দিকে।