হাল ধরেছেন সাব্বির , দেখেনিন সর্বশেষ স্কোর

দারুণ উত্তেজনার ম্যাচ। নিদাহাস ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত আর বাংলাদেশ। এমন এক ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই দেখে শুনে খেলেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু হঠাৎ ছন্দপতন।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ দল। শেষ খবর পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে টাইগাররা।

কিছুটা সাবধানি ব্যাটিং শুরু করে প্রথম চার জনই ক্যাচ আউট হয়েছেন। ৯ বলে ১১ রান করে লিটন কুমার দাস। ১৩ বলে ১৫ তামিম ইকবাল, ২ বলে ১ রান করে সৌম্য সরকার ও ১২ বলে ৯ রান করে মুশফিকুর রহিম আউট হন।

নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরনীয় জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। কলম্বোর প্রেমেদাসা স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।

স্বাভাবিকভাবেই ফেভারিট রোহিত শর্মার ভারত। তবে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে পর পর দুটি অসাধারণ জয়ের উৎফুল্ল টাইগাররা।

এ ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছ সাকিব আল হাসানের দল। আগের ম্যাচে দল থেকে বাদ পড়া বাঁ হাতি পেসার জয়দেব উদানকাত ভারত দলে ফিরেছেন। পেসার মোহাম্মদ সিরাজ বসেছেন বেঞ্চে।িরলেন