১১২ বছর পর ১ ঘন্টায় দুই হ্যাটট্রিকের রেকর্ড

অনেকে বলে ক্রিকেট একটি মজার খেলা।তেমনি একটি মজার ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। দেশটির দুই বোলার এক ঘন্টার ব্যবধানে দুটি হ্যাটট্রিক করেছে। তাও আবার এক ওভারে না, দুই ওভার মিলিয়ে। আর নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ১১২ বছরে এমন ঘটনা আর ঘটেনি।

খেলাটি ছিল নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ প্লাঙ্কেট শেফিল্ডের। দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি। আর ক্রিকেটারদের একজন ওয়ালিংটনের হয়ে খেলা লোগান ভ্যান বিক এবং অন্যজন অকল্যান্ডের ম্যাট ম্যাকইভান। তাঁরা দুজন আবার একই স্কুলের শিক্ষার্থী।

এই দুজনের হ্যাটট্রিক প্লাঙ্কেট শেফিল্ডের ৪০ তম এবং ৪১ তম হ্যাটট্রিক হিসেবে রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে ভ্যান বিকের নাম প্রথমে রেকর্ড করা হয়েছে। তিনি তাঁর চতুর্থ ও ষষ্ঠ ওভারে হ্যাটট্রিক পূর্ণ করেন। আর ম্যাকইভান তাঁর ২৬ তম ও ২৮ তম ওভারে হ্যাটট্রিক করেন। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে প্লাঙ্কেট শেফিল্ডের ১১২ বছরের ইতিহাসে এত কম সময়ে দুটো হ্যাটট্রিকের ঘটনা আর নেয়।

সমকাল