২০১৮ রাশিয়ার বিশ্বকাপ বয়কটের ডাক দিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

রাশিয়ার বিশ্বকাপে ২০১৮ তে আসছে অসনি সংকেত। রাশিয়ার গোপন কূটনৈতিক নজরদারির প্রভাব আবারো বিশ্বজুড়ে তোলপাড় শুরু করেছে। অস্ট্রেলিয়া রাশিয়াকে হুমকি দিয়েছে তারা বিশ্বকাপের আসরে দল পাঠাবে না। বয়কট করবে রাশিয়া বিশ্বকাপ। ঠিক এমনই একই ঘোষণা দিয়েছে ইংল্যান্ডও।

গত সপ্তাহে নিউইয়র্ক থেকে রাশিয়ার ৬০ কূটনীতিককে বহিষ্কার করার ঠিক একদিন পরেই ক্যানবেরা রাশিয়ার দু’জন গোপন কূটনীতিককে বহিষ্কার করে। ঐ কূটনীতিককে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি গোপন নজনদারির কারণে রাশিয়া বিশ্বকাপে দল পাঠাবে না বলে হুমকি দিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়ান বিশপ জানান, ‘রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের সামনে অনেকগুলো পথ খোলা আছে। তার মধ্যে একটি জুনে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে দল না পাঠানো।’

অপর দিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমরা রাশিয়া বিশ্বকাপে দল পাঠাবো কিনা তা বিবেচনা করে দেখবো।